ভারতে কর্মরত দুই বাংলাদেশি কূটনীতিককে অব্যাহতি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশন থেকে দুই কূটনীতিককে সরিয়ে দিয়েছে সরকার। দিল্লিতে শাবান মাহমুদ ও কলকাতায় রঞ্জন সেনকে দায়িত্বে অব্যাহতি দিয়ে বাংলাদেশেফিরে যেতে বলা হয়েছে।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম ভারত থেকে দুই কূটনীতিককে সরিয়ে দেওয়া হলো। সূত্র জানাচ্ছে, এই দুজন ফরেন সার্ভিসের ক্যাডার ছিলেন না। তারা ছিলেন চুক্তিভিত্তিক কর্মী। তাদের চুক্তি বাতিল করে দেয়া হয়েছে।
শাবান মাহমুদ দিল্লিতে ফার্স্ট সেক্রেটারি (প্রেস)-এর দায়িত্বে ছিলেন। রঞ্জন সেনও কলকাতায় ডেপুটি হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি(প্রেস) ছিলেন। তিনি জানিয়েছেন, সরকারের নির্দেশের পর তিনি দায়িত্বভার ছেড়ে দিয়েছেন।
রঞ্জন সেনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। সম্প্রতি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। ভারত জানিয়েছে, শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিজেই ঠিক করবেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.