বিশেষ (ঢাকা) প্রতিনিধি:প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। সার্ককে আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
তিনি বলেন, আজ এ সরকারের এক মাস পূর্ণ হয়েছে। গণআন্দোলনে যারা সামনে ও পেছন থেকে নেতৃত্বে দিয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে নানা বিষয় আলোচনায় এসেছে। এরমধ্যে ছিল ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্কের দরকার। তবে সেই সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। সমতা, সম্মান ও ন্যায্যতা যদি না পায় তাহলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক কি?
এ সময় তিনি সার্কসহ অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.