বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে ভারতের সঙ্গে বিরোধ নিরসনে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।
বুধবার (৪ জুন) শেহবাজ শরীফের বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতেমিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে।
মস্কো ভিত্তিক ভালদাই আন্তর্জাতিক আলোচনা ক্লাবে বক্তৃতা দেওয়ার সময় ফাতেমি উল্লেখ করেন, ‘প্রতিবেশীরা এমন পরিস্থিতিতে থাকতে পারে না, যেখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে।’
তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র, ইইউ এবং রাশিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে কর্মকর্তাদের পাঠিয়েছি। তারা তারা ব্যাখ্যা করবে, ভারত ও পাকিস্তান সম্পর্কে যে কোনো দেশ, জাতিসংঘ বা নিরপেক্ষ রাষ্ট্রের যে কোনো প্রস্তাব আলোচনার জন্য উন্মুক্ত আছে। আমরা তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে এবং তাদের সমস্যার সমাধান করতে দিতে প্রস্তুত।
ফাতেমি আরও বলেন, গতকাল আমি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেছি। আমি তাকে আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি চিঠি দিয়েছি। ভারত ও পাকিস্তান যাতে আলোচনার টেবিলে বসে, একটি কূটনৈতিক সমাধানে পৌঁছায়, তা নিশ্চিত করার জন্য আমরা তাকে (পুতিন) তার প্রভাব ব্যবহার করতে বলেছি।
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান রাশিয়ার কাছ থেকে ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে সাহায্যকারী যে কোনো উদ্যোগের জন্য অপেক্ষা করছে। ‘উত্তেজনা কমাতে সাহায্যকারী যে কোনো উদ্যোগের প্রতি রাশিয়ার সমর্থন আমরা এখানে দেখতে এসেছি। পাকিস্তান ও ভারতের অবশ্যই আলোচনার টেবিলে বসতে হবে।’
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও খারাপ হয়ে ওঠে। এই হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিক নিহত হন। এরপর ৭ মে ভোরে ভারতীয় বাহিনী পাকিস্তানের ভেতর আক্রমণ শুরু করে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ‘বুনিয়ান-উম মারসুস’ নামে একটি বৃহৎ পরিসরে সামরিক অভিযান শুরু করে।
এরপর ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির মধ্যে ১০ মে নয়াদিল্লি এবং ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং সীমান্তে মোতায়েন সেনা সংখ্যা কমানোর কথা বিবেচনা করে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.