ভারতের মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১২, আটকা পড়েছেন ৫০ জন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের মুম্বাইয়ে ভেঙে পড়ল চার তলা ভবন, আশঙ্কা করা হচ্ছে ৪০ থেকে ৫০ জন মানুষ আটকে আছেন এই ধ্বংসাবশেষের নিচে। আজ মঙ্গলবার দুপুরে, ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের জন বহুল এলাকা ডোঙ্গরির খুব কাছে। আগেই শুরু হয়েছে উদ্ধার কাজ, মৃতের সংখ্যা ১২ জন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

আটকে পড়াদের উপযুক্ত সাহায্য প্রদানের জন্য ঘটনাস্থলে পৌঁছে গেছে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি। এনডিআরএফ সংস্থার সদস্যরা উদ্ধারের কাজে লেগে পড়েছেন। জীবন বাঁচানোর তাগিদে যত শীঘ্র সম্ভব কংক্রিট ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চালাচ্ছেন তারা।

গত কয়েক সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির কারণে এলাকার বেশির ভাগ বাড়িই জলমগ্ন। এ কারণেই জীর্ণ ভবনটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এখানকার স্থানীয় লোকেরাও এই ধ্বংস স্তুপ সরানোর কাজে হাত দিয়েছেন। স্থা

নীয়দের মতে এই ভবনটি প্রায় ১০০ বছরের পুরানো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.