বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রে ঐতিহ্যগতভাবে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের ভোট পেয়ে থাকে ডেমোক্রেটিক পার্টি। তবে এবার সেই ভোট পুরোপুরি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে যাচ্ছে না বলে জরিপে দেখা গেছে। অথচ কমলা হ্যারিস নিজেই ভারতীয় বংশোদ্ভূত।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইতিহাস গড়বেন কমলা। তিনি প্রথম নারী এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট হবেন। দেশের মধ্যে ট্রাম্পের সঙ্গে জনপ্রিয়তায় সমানে সমান হলেও ইউরোপে হ্যারিসের জনপ্রিয়তা বেশি।
কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জরিপে দেখা গেছে, ২০২০ সালে জো বাইডেন যে পরিমাণ ভোট পেয়েছিলেন এবার তার চেয়ে কম ভোট পাবেন কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের মধ্যে ৬১ ভাগ কমলাকে ভোট দেবেন বলে জানিয়েছেন।
অথচ ভারতীয় বংশোদ্ভূত হয়েও ২০২০ সালে এই হার ছিল ৬৫ শতাংশ। দেশটিতে ৫২ লাখ ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছে। ভোটার রয়েছেন ২৬ লাখ। এই হার দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি রয়েছেন মেক্সিকো বংশোদ্ভূত। ২০২০ সালে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে ৫৬ শতাংশ ভোটার ছিলেন ডেমোক্র্যাটপন্থি। এবার সেই হার কমে দাঁড়িয়েছে ৪৭ শতাংশে।
ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের রিপাবলিকান পার্টিতে আনতে প্রভাব রাখছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিক্কি হ্যালি, বিবেক রামাস্বামী এবং রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.