ভারতীয় উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে বিস্ফোরণ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা উপকূলে সোমবার (৯ জুন) সকালে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি উয়ান হাই ৫০৩’ নামের একটি কন্টেইনার জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
প্রতিবেদন মতে, আন্ডারডেক বিস্ফোরণের এ খবরটি প্রথমে সকাল সাড়ে ১০টায় মুম্বাইয়ের মেরিটাইম অপারেশনস সেন্টার কোচিতে তাদের অংশীদারদের জানায়।
২৭০ মিটার লম্বা জাহাজটি ৭ জুন কলম্বো ছেড়ে মুম্বাইয়ের দিকে রওনা হয়, যা ১০ জুন পৌঁছানোর কথা ছিল। 
সংশ্লিষ্ট জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘৯ জুন ২০২৫ তারিখে, সকাল সাড়ে ১০টার দিকে ওই জাহাজটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। জাহাজটি সিঙ্গাপুরের পতাকাবাহী।’
তিনি আরও বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক সহায়তা দেয়ার জন্য ভারতীয় নৌবাহিনী আইএনএস সুরাতকে ডাইভার্ট করে, যা কোচিতে নোঙ্গর করার কথা ছিল।
এদিকে, জাহাজটিতে আগুন লেগেছে বলে খবর দিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। 
তাদের প্রতিবেদন মতে, সোমবার (৯ জুন) ভোরে বেপুর উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজে আগুন লাগার পর সেটিতে থাকা ২২ জন ক্রু’র জীবন বাঁচাতে ভারতীয় উপকূলরক্ষী (আইসিজি) এবং নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
উপকূলরক্ষী বাহিনী সূত্র জানিয়েছে, জাহাজটি ৬৫০টিরও বেশি কন্টেইনার নিয়ে কলম্বো থেকে মুম্বাই যাচ্ছিল। দুর্যোগ ব্যবস্থাপনা সূত্র বলছে, ওই জাহাজ থেকে প্রায় ২০টি কন্টেইনার সমুদ্রে পড়ে গেছে বলে জানা গেছে। 
তবে আগুন লাগা কিংবা বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.