কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন সম্প্রতি বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় যাঁরা স্বজনদের হারিয়ে মানসিক অবসাদের মধ্যে রয়েছেন তাঁদের বিশেষ সহায়তা করা হবে ।
অর্থাত যে সব যাত্রী তথা নিহতদের নিকট পরিজনেরা মানসিক অবসাদে রয়েছেন তাঁদের এককালীন ১০ হাজার টাকা নগদ অনুদান এবং পরবর্তী তিন মাস ধরে ২ হাজার টাকা আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে।
এ রাজ্য থেকে এমন ব্যক্তিদের সংখ্যা প্রায় দেড় হাজার।
এছাড়াও এরাজ্য থেকে মৃত্যুর সংখ্যা এপর্যন্ত প্রায় ৬৪ জন বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, রুজি রোজগারের জন্য ভিন রাজ্যে যাওয়া বা সেখান থেকে ফেরা ট্রেন যাত্রীদেরও আর্থিক সাহায্য দেওয়া হবে।
ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই নিহতদের রাজ্য সরকার ৫ লাখ টাকা, হাসপাতালে ভর্তি আহতদের ১ লাখ টাকা এবং কম আহতদের ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিন মাসের আর্থিক প্যাকেজ ও দেওয়া হবে তাঁদের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.