ঢাকা প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। রবিবার (৮ ডিসেম্বর) দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই সাক্ষাৎ হয়।
জামায়াত সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী সম্পর্কে ‘বিভ্রান্তিকর ও অসত্য’ মন্তব্য করেন। সাক্ষাৎকালে দলের পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।
জামায়াত জানিয়েছে, সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.