এক অংকে কমিয়ে আনার সিদ্ধান্ত ব্যাংক সুদের হার
বিটিসি নিউজ ডেস্ক: বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আগামী ১ জুলাই থেকে ব্যাংক ঋণ সুদের হার এক অংকে কমিয়ে আনার এবং তিন মাস মেয়াদী আমানতের হার ৬ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীতে বিএবি-এর কার্যালয়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মালিকদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।সভায় সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে বিএবি এ সিদ্ধান্ত নিয়েছে। ( সূত্র: বাসস )#
Comments are closed, but trackbacks and pingbacks are open.