বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ মাটি ধসে বড়সড় ‘সিঙ্কহোল’ তথা গর্ত। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় এই ঘটনায় মুহূর্তে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে চারপাশ থেকে সরিয়ে নেয়া লোকজনকে।
স্থানীয় সংবাদমাধ্যম থাই পিবিএস ওয়ার্ল্ডের তথ্য মতে, ব্যাংককের দুসিত জেলার সামসেন রোডে ভাজিরা হাসপাতালের কাছে এই সিঙ্কহোলটি তৈরি হয়েছে।
রাস্তা ধসেপড়ার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তাতে দেখা গেছে, রাস্তার পৃষ্ঠ ধীরে ধীরে ডুবে যাচ্ছে, বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে এবং পানির পাইপ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গর্তটি আরও বড় হয়ে চার লেনের রাস্তাটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সাথে সাথে গাড়িগুলো দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। গর্তের একটি প্রান্ত একটি পুলিশ স্টেশনের ঠিক সামনে এসে ঠেকেছে, যার ফলে এর ভূগর্ভস্থ কাঠামোটি উন্মোচিত হয়ে যায়।
এ ঘটনায় ব্যাংকক শহরের একটি বড় অংশের যান চলাচল ব্যাহত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিটিপান্ট।
ঘটনাস্থলের পাশেই অবস্থিত একটি হাসপাতালের বর্হির্বিভাগের পরিষেবা আগামী দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। আশপাশের অন্য ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। গর্তটি মেরামতের কাজ শুরু হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.