বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সিএমএইচের চিকিৎসায় বাড়ি ফিরেছেন ৬১৯ জন

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সম্মিলিত সামরিক হাসপাতালগুলো (সিএমএইচ)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্যমতে, শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত আন্দোলনে আহত ৬১৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আইএসপিআর জানায়, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ৮২৯ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণ করেন। এরমধ্যে ২১৯ জন আহত ছাত্র সিএমএইচসমূহে চিকিৎসাধীন আছেন। বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.