বৈধ অস্ত্র জনগণের বিপক্ষে অবৈধভাবে ব্যবহার করেছে… রংপুরে আইজিপি (ভিডিও)

রংপুর প্রতিনিধি: জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট শক্তি বৈধ অস্ত্র জনগণের বিপক্ষে অবৈধভাবে ব্যবহার করেছে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম বলেছেন ফ্যাসিস্ট শক্তি পশুর মত ছাত্র-জনতাকে অস্ত্র দিয়ে হত্যা করেছে। তাই অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নতুন করে নীতিমালা হচ্ছে।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ছাত্রলীগ মিছিল-মিটিং করার চেষ্টা করলে অন্য নিষিদ্ধ সংগঠনের মত তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইজিপি বলেন, আবু সাঈদের মামলায় দুই পুলিশসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র-জনতার অভূত্থানে আহত-নিহতের মামলা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে।
এ সময় তিনি জনগণের কাঙ্খিত পুলিশ গঠনের কথা জানান। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তৃতা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ রংপুরের পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবন্দরা।
সুধী সমাবেশ শেষে ছাত্র-জনতার আন্দোলনে আহত-নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এর আগে সকালে আইজিপি মোঃ ময়নুল ইসলাম আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ পরিবারের সাথে কুশল বিনিময় করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.