BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত, দাবি পাক সেনাবাহিনীর

বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত, দাবি পাক সেনাবাহিনীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর পৃথক দুই অভিযানে অন্তত ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এমনটাই দাবি করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, নিহত সন্ত্রাসীরা ভারতীয় প্রক্সি ‘ফিতনা আল হিন্দুস্তানে’র সদস্য। পাকিস্তানজুড়ে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতায় ভারতের কথিত ভূমিকা তুলে ধরার জন্য পাকিস্তান বেলুচিস্তান-ভিত্তিক গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ বলে অভিহিত করে।

আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে কোয়েটা জেলার চিলতান পর্বতমালায় একটি গোয়েন্দা অভিযান (আইবিও) চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অভিযানের সময় সেনারা সন্ত্রাসীদের অবস্থানের ওপর কার্যকরভাবে আক্রমণ করে এবং তীব্র গুলি বিনিময়ের মাধ্যমে ১৪ জন ভারতীয় সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়।’

আইএসপিআর আরও জানিয়েছে, কেচ জেলার বুলেদায় আরেকটি অভিযান (আইবিও) চালানো হয়। অভিযানে একটি গোপন আস্তানা ধ্বংস করা হয় এবং চার জঙ্গিকে ‘সফলভাবে নিষ্ক্রিয়’ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, যারা অসংখ্য সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল।’

এর আগে এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুররাম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনসহ ছয় সেনা এবং ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) আইএসপিআর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায় সংবাদমাধ্যমটি। আইএসপিআর জানায়, কুররাম জেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতীয় প্রক্সি গ্রুপ ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী কুররাম জেলার ডোগার এলাকায় এই অভিযান পরিচালনা করে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’- মন্তব্যে বিপাকে রাশমিকা ২য় অবস্থানে মিথিলা: ৫০ হাজার ভোট হলেই ‘মিস ইউনিভার্স’র মুকুট আসবে বাংলাদেশে রাজশাহীতে বিচারকের ছেলের ময়নাতদন্ত সম্পন্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র ন্যাটোতে হামলার পরিকল্পনা নেই, তবে সবকিছুর জন্য প্রস্তুত রাশিয়া ডায়াবিটিস নিয়ে চিন্তিত? সকালে উঠে ৩ পানীয়ে চুমুক দিলেই কমতে পারে সুগার এমবাপ্পের ডাবলে বিশ্বকাপে ফ্রান্স ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: ২ জনের মৃত্যু, নিখোঁজ-২১ মালয়েশিয়ার উদ্যোগে কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত শান্তি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি গাজার শাসনকাঠামো নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র–রাশিয়া, জাতিসংঘে পাল্টাপাল্টি প্রস্তাব