বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ন-সদস্য মাহিন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ জুন) সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ণ মালাকার, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক মুছা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল অধিকারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সদস্য টুটুল শেখ, সেরাজুল ইসলাম, আল-আমিন ও জাতীয় নাগরিক পার্টির পক্ষে উপস্থিত ছিলেন, সমন্বয়ক মুসা হাশেমী, মুসাব্বির হোসেনসহ অন্যান্য নেত্রীবৃন্দ প্রমূখ।
বক্তব্যে এনসিপি নেতা মাহিন সরকার বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। নাগরিক পার্টি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। মানুষের অধিকার, গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম এখনও করে যাচ্ছি।
তিনি জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের প্রশংসা তুলে ধরে বলেন এই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিল অপরসীম। অনেক সাংবাদিক শহীদ হয়েছেন।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, আপনারাই জাতির বিবেক। সত্য তুলে ধরার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। উন্নয়ন কর্মকাণ্ড ও এনপিপির সার্বিক অগ্রযাত্রা তুলে ধরতে আপনাদের পাশে চায় জাতীয় নাগরিক পার্টি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.