বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে অন্তবর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিলির সময় রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু মিয়াকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বেলকুচি উপজেলা সমেশপুর হাট এলাকায় লিফলেট বিতরণ করার সময় তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন।
মজনু মিয়া বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সে রাজাপুর ইউপি ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানকালে ১ জনকে আটক করতে পারলেও বাকীরা পালিয়ে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.