বেলকুচিতে বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উপলক্ষ্যে আলোচনা সভা পুরস্কার বিতরণ! 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা জামাতের আমীর ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক সুব্রত কুমার পাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন কলেজ, বিদ্যালয়ের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.