বেলকুচিতে বাহারী পিঠা উৎসব অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে হার পাওয়ার প্রকল্পে নারী আইটি সেবাদানকারী ক্যাটাগরির প্রশিক্ষণার্থীদের নিয়ে শীতকালীন নানা রকমের বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারী) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও গ্রাফিক্স এইড (জেভি) এর সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান কুদ্দুস, উপজেলার আইসিটি গ্রাফিক্স প্রোগ্রামার ইমান আলী, ট্রেইনার সুচীত্র সরকার।
পিঠা উৎসবে প্রায় ৮০ ধরনের বাহারি রকমের পিঠার আয়োজন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.