বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বানবাসী ৪ শত অসহায় পরিবারের মাঝে প্রতি জনকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন চত্বরে জি,আর এর আওতায় ১০ কেজি করে ৪ শত জন বানবাসী মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.