বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা দূর্নীতি প্রতিরোধী কমিটির উদ্যোগে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা মিলনায়তন হলরুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম,এ বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক আব্দুল মমিন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস,এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমূখ।
উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে চুড়ান্ত পর্বে “দূর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বেলকুচি শিশু একাডেমি। বিতর্ক প্রতিযোগিতায় উভয় পক্ষই তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে।প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন অধ্যাপক আব্দুল আওয়াল, অধ্যাপক সুব্রত কুমার পাল এবং নাজির উদ্দিন।
বিচারকগণ উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে, বেলকুচি শিশু একাডেমিকে চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন ও সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে রানার্সআপ হিসাবে নির্বাচিত করেন এবং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বেলকুচি শিশু একাডেমীর ছাত্রী ঐদ্রিলা সাহা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.