বেলকুচিতে দুস্থ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ!
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ও রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ২০০ শত দুস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সুলতানা খাতুন প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.