বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন কমিশনের অনুমোদনবিহীন গাড়ি নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করায় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
বুধবার (৮ মে) দুপুরে উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে গাড়িটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) আদনান মোস্তাফিজ।
তিনি জানান, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশে অনুমোদনহীন গাড়ি নিয়ে ঘোরাফেরা আচরণবিধি লঙ্ঘন। সমেশপুর কেন্দ্রের পাশে ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের গাড়ি রাখা ছিল। এ সময় তার গাড়িটি জব্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.