বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে সরকারি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসে জুয়ার আসর থেকে ডিবির অভিযানে বেতাগী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুলসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছে বরগুনা ডিবি পুলিশের হাতে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিআরডিবির বেতাগী উপজেলা অফিসের মধ্যে জুয়ার আসর চলাকালীন তাদেরকে আটক করা হয়। বিষয়টি বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
বরগুনা ডিবি অফিস সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার সরকারি বিআরডিবি অফিসে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলতেন স্থানীয় একটি চক্র।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সরকারি অফিস থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ২৮ হাজার ২৪০ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- বেতাগী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাঈমা ইসলাম শিমুর স্বামী খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, দক্ষিণ বেতাগী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গনির ছেলে মো. শাহজালাল, উত্তর বেতাগী গ্রামের বাসিন্দা মৃত হেমায়েত উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ আলীর ছেলে তোফাজ্জল হোসেন, ঝোপখালী গ্রামের বাসিন্দা মৃত আইউব চানের ছেলে মো. ইউনুস। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিটিসি নিউজকে বলেন, বরগুনা ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের বরগুনা ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরগুনা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফিক। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.