চট্টগ্রাম ব্যুরো: গত ১৮ ফেব্রুয়ারী ২০২৪ বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বীর চট্টলা কাব্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি, গান ও গুনীজন সংবর্ধনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, কবি ও সাংস্কৃতিক সংগঠক বিবি ফাতেমার সভাপতিত্বে মোঃ ইকবাল ও পুষ্পিতার সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনা শেষে উদ্বোধক চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, তারুণের প্রতিক ও সমাজসেবি ওমর হাজ্জাজের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেের প্রাক্তন চেয়ারম্যান, চবির সিনেট সদস্য অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য।
সংবর্ধিত অতিথি ছিলেন লন্ডন থেকে আগত বাংলাদেশের গর্ব, ব্রিটিশ বাংলাদেশী নাগরিক যন্ত্রসংগীতে ৫ বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনকারী ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাশ ও গিনেস ওয়ার্ল্ড অফিসের প্রতিনিধি হেড অব মিউজিক, ইউ কে মাইকেল ব্রোড।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট মো: আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সহ সভাপতি জসীম উদ্দীন চৌধুরী , চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম একাডেমীর পরিচালক, কবি সুলতানা নুরজাহান, কবি ও লেখক নুরুল কবির করিমী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো : আকরাম হোসেন।
এছাড়া কবিতা পাঠ ও স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নীল বাঙালির চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ ফয়সাল, মোঃ ইব্রাহীম, কবি রুহুল আমীন, সমাজসেবক মোঃ জাহাঙ্গীর, সংগীত শিল্পী মাসুদ রানা, স ম জিয়াউর রহমান, কবি অনিন্দ্য বড়ুয়া, ফয়সাল মুন, সম্রাট আরঙ্গজেব খান, মোঃ আব্দুর রহিম ফরহাদ,খালিদ মাহমুদ চৌধুরী মুন্না, যেবা সামিহা, চট্টগ্রাম টিভির পরিচালক ইলিয়াস রিপন, কবি এ এইচ জিহান মৃধা, সমাজসেবক বাপ্পীসহ প্রমুখ। অতিথিদের ফুলের মালায় সিক্ত করে সভাপতি বিবি ফাতেমা বরণের মাধ্যমে সংবর্ধিত অতিথিদের গুনীজন সম্মাননা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সুকান্ত ভট্টাচার্য বলেন, পন্ডিত সুদর্শন দাশ যে ইতিহাস গড়েছেন তা বাঙালির গর্ব। তিনি একজন মহান ও বিশ্বজয়ী বাঙালি।
বক্তারা বলেন, সংগীত সাধনা করে বিশ্বজয় ও ইতিহাস সৃষ্টি করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত পন্ডিত সুদর্শন দাশ। সংবর্ধনার প্রতিক্রিয়ায় পন্ডিত সুদর্শন দাশ বলেন, বাঙালি এক অদম্য ও সাহসী জাতি। আমার বিশ্ব জয় ও ইতিহাস গড়ায় অনুপ্রেরণা ও সাহস যোগায় বাঙালির মুক্তি সংগ্রাম। আমি আরও কিছু করতে চাই, বাংলা ও বাঙালিকে আরও সম্মানে তুলে ধরতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.