বিয়ের আসর ছেড়ে পালালেন বর, মেয়ের বাবার পাঁচ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি: গতকাল শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের বৈদ্যধলঢব গ্রামে বাল্যবিয়ে রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান কাজি ও বর। এসময় মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, বৈদ্যধলঢব গ্রামের আব্দুল করিম পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী ভেওয়ামাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মজনু মিয়ার (১৮) সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান সেখানে অভিযানে যান।
এ সময় কাজি ও বরপক্ষ পালিয়ে যায়। পরে কনের বাবাকে গুণতে হয় পাঁচ হাজার টাকা জরিমানা। ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না বলেও বাবা করিম নির্বাহী হাকিমকে মুচলেকা দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.