বিয়ের আগেই অন্তঃসত্ত্বা দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী এমি জ্যাকসন

বিটিসি বিনোদন ডেস্ক:  দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এমি জ্যাকসন। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন তিনি নিজেই। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী এমি জ্যাকসন।

সেই পোস্টে এমি জ্যাকসন লিখেছেন, ‘আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই। আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে।

আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি। প্রকৃত এবং সৎ ভালোবাসা।

তিনি আরও  কিছু লিখেছেন, আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আর সহ্য হচ্ছে না।’

চলতি বছরের ১লা জানুয়ারি হবু বর জর্জ পেনিইয়টের সঙ্গে বাগদান সেরেছেন এমি জ্যাকসন। পেশায় ব্যবসায়ী জর্জ। আগামী ২০২০ সালে গ্রিসে এলাহি ভাবে জর্জকে বিয়ে করতে চলেছেন তিনি।

আর তার আগেই নিজের প্রেগন্যান্সির খবর দিলেন।

এই অভিনেত্রী বলিউডে তেমনভাবে নজর কাড়তে পারেননি ঠিকই, তবে একটা ছাপ ফেলেছেন। কিন্তু দক্ষিণী চলচ্চিত্র জগতে এমি জ্যাকসনের প্রতিপত্তি আর ক্যারিশমার কথা কারও অজানা নয়।

একের পর এক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.