বিস্কুটের জন্য ভিক্ষা করেছেন বিদ্যা বালান!

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী বিদ্যা বালান। বর্তমানে বলিউডে নায়িকাকেন্দ্রিক চলচ্চিত্রের অন্যতম দিকপাল এই অভিনেত্রী। তিনি একাই এক শ। নায়কনির্ভর কোনো চলচ্চিত্রে আর তেমন দেখাও যায় না তাকে। বলিউডের গুণী এই অভিনেত্রী বিভিন্ন সময় নিজের ব্যক্তিগত ও পেশাগত অজানা ঘটনা শেয়ার করেন অকপটে। যেমন এবার জানালেন, তিনি ভিক্ষাও করেছেন!
শুনে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। তবে অভাবে পড়ে নয়, বিদ্যা বালান ভিক্ষা করেছিলেন একটি বাজি ধরে। এক সাক্ষাৎকারে সেই মজার ঘটনা শোনালেন অভিনেত্রী।
বিদ্যা বললেন, “ইন্ডিয়ান মিউজিক গ্রুপ নামে একটি সংগঠন ছিল। তারা প্রতি বছর ক্লাসিক্যাল মিউজিকের কনসার্ট আয়োজন করতো। আমি সেই গ্রুপেরই সদস্য ছিলাম। তিন দিনের উৎসব হতো এবং শেষ হতে হতে রাত হয়ে যেতো। আমি তখন স্বেচ্ছাসেবী ছিলাম। এক রাতে যখন অনুষ্ঠান শেষ হয়, আমি ও আমার বন্ধুরা হাঁটতে বের হই। এক পর্যায়ে আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়, আমি যেন ‘ওবেরয়’-দ্য পাম’র (ফাইভ স্টার হোটেল) কফিশপের দরজায় গিয়ে খাবার ভিক্ষা চাই। তো আমি যখন দরজায় নক করছিলাম, তখন ভেতরের লোকজন খুব বিরক্ত হচ্ছিল। কিন্তু আমি বারবার নক করেই যাচ্ছিলাম।”
দমে যাওয়ার পাত্রী নন বিদ্যা। নিজের চেষ্টা চালিয়ে যান তিনি। তার ভাষ্য, ‘আমি বারবার বলছিলাম যে, আমি খুব ক্ষুধার্ত, গতকাল থেকে কিছু খাইনি। কিন্তু কিছুক্ষণ পর তারা ফের অন্য দিকে মনোযোগী হয়ে পড়ে। এরপর আমার বন্ধুরা অস্তিতে পড়ে এবং আমাকে ফিরিয়ে নিয়ে যায়। তবে আমি সেই বাজি জিতে গিয়েছিলাম।’
মজার ব্যাপার হলো, এমন কাণ্ডের পেছনে শুধু এক প্যাকেট বিস্কুটের লোভ ছিল বিদ্যার মনে। তিনি জিম-জাম বিস্কুট পছন্দ করতেন। বিদ্যা জানান, অনুষ্ঠানে তাদেরকে এই বিস্কুট দেওয়া হতো। কিন্তু বাজিতে জিতলে তিনি আরও এক প্যাকেট অতিরিক্ত পেতেন। সেই লোভেই ভিক্ষুক সেজে ফাইভ স্টার হোটেলের দরজায় ছুটে যান অভিনেত্রী।
এদিকে বিদ্যা বালান অভিনীত নতুন একটি ছবি মুক্তি পাচ্ছে। যেটার নাম ‘নিয়ত’। এতে আরও আছেন রাম কাপুর, রাহুল বোস, নীরাজ কবি, সাহানা গোস্বামী, অমৃতা পুরী প্রমুখ। এতে একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। অনু মেনন নির্মিত ছবিটি আগামী ৭ জুলাই মুক্তি পাবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.