রংপুর প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, ধুমপান ও মাদক বিরোধী ক্যাম্পেইনে রংপুর আদালত চত্ত্বরকে ধুমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
রংপুর আদালত প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ ঘোষণা দেন।
মাপার প্রধান নির্বাহী অ্যাড. এ এ এম মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিখ হোসেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন। মাপা, আরডিআরএস ও বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে এ ক্যাম্পেইনে পরিবেশ সুরক্ষাসহ মাদক ও ধুমপান থেকে বিরত রাখতে জনসচেতনতা বৃদ্ধিতে তাগিদ দেয়া হয়।
পরে আদালত চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.