BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বের সবচেয়ে ‘পরিপূর্ণ ফুটবলারদের একজন’ বেলিংহ্যাম

বিশ্বের সবচেয়ে ‘পরিপূর্ণ ফুটবলারদের একজন’ বেলিংহ্যাম

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুহাত প্রসারিত করে মাথা উঁচু করে দাঁড়িয়ে জুড বেলিংহ্যাম। কতদিন পর দেখা গেল দৃশ্যটি! কাঁধে অস্ত্রোপচারের পর মাঠে ফিরে একটু একটু করে আপন ছন্দে ফিরছেন তিনি। ফেরার পর প্রথম গোলের দেখাও পেয়ে গেলেন এবার। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে সেরা চেহারায় ফিরতে দেখে উচ্ছ্বসিত রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো।

বেলিংহ্যামের গোলেই চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ইউভেন্তুসকে হারায় রেয়াল মাদ্রিদ।

গোলটির মূল কৃতিত্ব যদিও ভিনিসিউস জুনিয়রের। বক্সের ভেতর জটলার মধ্যে থেকে দারুণভাবে তিনজনকে এড়িয়ে শট নেন ব্রাজিলিয়ান তারকা। তার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে আলতো টোকায় বল জালে পাঠান বেলিংহ্যাম।

যেভাবেই হোক, শেষ পর্যন্ত গোল তো! সেই জুন মাসের পর প্রথম গোলের স্বাদ পেলেন বেলিংহ্যাম। তবে শুধু গোলের কারণেই নয়, সার্বিক পারফরম্যান্সেও ২২ বছর বয়সী তারকা সেরা ফর্মে ফিরেছেন বলে মনে করেন রেয়াল কোচ আলোন্সো।

“সে পরিপূর্ণ এক ম্যাচ খেলেছে। খুব বেশি জায়গা সামনে দেয়নি ইউভেন্তুস। ফাঁক গলে তাকে খুঁজে নেওয়া ছিল কঠিন। তবে সে নিজের কাজ করেছে দারুণভাবে। গেতাফের বিপক্ষে ম্যাচে (লা লিগায়) তার পারফরম্যান্স আমার মনে ধরেছিল, আজকেও।”

“অনেক দিন পর সে গোল পেয়েছে। মাঠে সে উপভোগ করেছে এবং লড়াই করেছে। তার জন্য খুবই খুশি আমি।”

এমনিতে মিডফিল্ডার হলেও বেলিংহ্যাম বিচরণ করেন মাঠময়। এজন্যই তাকে পরিপূর্ণ এক ফুটবলার মনে করেন আলোন্সো।

“সে যদিও মিডফিল্ডার, তবে আক্রমণ গড়ে তোলার কাজটিও খুব ভালো পারে, আক্রমণ ভালোভাবে শেষ করার প্রতিজ্ঞাও তার থাকে। সে এমন এক ফুটবলার, সে অনেক জায়গায় বিচরণ করে ও ছুটে বেড়ায়। তার গুণ অনেক। এজন্যই সে এতটা পরিপূর্ণ, বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারদের একজন।”

পুনবার্সন শেষে মাঠে ফেরার পর কয়েক ম্যাচের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে বেলিংহ্যামের জন্য সুনির্দিষ্টি পরামর্শও ছিল কোচের।

“আমি তাকে বলেছিলাম, ম্যাচে আরও বেশি সম্পৃক্ততা অনুভব করতে, যতটা সম্ভব কার্যকর ভূমিকা রাখতে। সুবিধামতো জায়গাগুলোতে তাকে কাজে লাগাতে হবে আমাদের।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলন: কারা অংশ নিচ্ছেন, কেন এত গুরুত্বপূর্ণ? মালয়েশিয়ায় নেমেই নাচলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল আসিয়ানের ১১তম সদস্য পূর্ব তিমুর ট্রাম্পের উপস্থিতিতে ‘ঐতিহাসিক শান্তি চুক্তিতে’ সই করল থাইল্যান্ড-কম্বোডিয়া মালয়েশিয়া দিয়ে ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফর শুরু যে শর্তে শাকিবের নায়িকা হতে রাজি মিষ্টি জান্নাত তৃতীয় বিয়ের পর অভিনেত্রী বুঝলেন ‘এটা গর্ব করার বিষয় না’ পুরোনো লোকরা চান না নতুন গণমাধ্যম আসুক : তথ্য উপদেষ্টা মোরেলগঞ্জে সাবেক বন কর্মকর্তার ইন্তেকাল, জেলা বিএনপির শোক বাংলাদেশের চালকদের জন্য ড্রাইভিং স্কুল করবেন জাপানি উদ্যোক্তা