বিটিসি স্পোর্টস ডেস্ক: নেই কোনো নিরপত্তাব্যবস্থার বালাই। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে আর্জেন্টিনার সমুদ্রতীরবর্তী রিসোর্ট ‘মার ডেল প্লাটায়’ ঘুরে বেড়াচ্ছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি! এলএম টেনকে দেখে ভীষণ খুশি তার ফ্যানরা।
ভিডিওতে দেখা যায়- নিজের ট্রেডমার্ক ১০ নম্বর জার্সি পরে সৈকতে ঘুরে বেড়াচ্ছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি। পথচারীদের সঙ্গে করছেন হ্যান্ডশেক, কথা বলছেন, হাসিমুখে তুলছেন ছবিও।
দুবাইভিত্তিক ভিডিও সরবরাহকারী সংস্থা ভায়োরি জানায়, বুধবার আর্জেন্টিনার মার ডেল প্লাটা শহরে দেখা মেলে এই ব্যক্তির, যিনি দেখতে অনেকটাই মেসির মতো। চলনে-বলনে মনে হয়, এ যেন সত্যিকারের মেসিই। তাকে দেখে আনন্দে ভাসেন পর্যটক ও শহরের লোকজন।
লিওনার্দো এস্তেবান আদ্রিয়ান গোরি (যিনি দেখতে অবিকল মেসির মতো) বলেন, ‘সত্যি বলতে, আমাদের শহর পর্যটন আকর্ষণীয় হলেও, এখন মেসির সঙ্গে আমার চেহারার মিলের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছে। বিষয়টি সত্যই দারুণ! এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছে আর্জেন্টাইন জাতীয় দলের অধিনায়ক লিওলেন মেসি!’
তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের মুখে হাসি ফোটানো, তাদের কাছে পৌঁছানো এবং তাদের মন ভালো করা। হাসি আমাদের শক্তি জোগায়, সামনে এগিয়ে নিয়ে যায়। একটি ছবি বা ভিডিওর মাধ্যমে যখন আমরা কারও মেজাজ পরিবর্তন করতে পারি, সেটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’
সন্তানদের নিয়ে সমুদ্রসৈকতে ঘুরতে আসা আন্তোনেলা রেডোলাত্তি নামের এক নারী পর্যটক জানান, মেসির মতো দেখতে এই ব্যক্তির দেখা পেয়ে তার সন্তানরা ভীষণ খুশি।
মেসিভক্ত আন্তোনেলা রেডোলাত্তি বলেন, ‘ভাগ্নে আর মেয়েকে নিয়ে চা-পেস্ট্রি খাচ্ছিলাম। তখন ওই ব্যক্তি হাজির হন। তাকে শুভেচ্ছা জানালাম, হ্যান্ডশেক করলাম। আসলে এই মুহূর্তগুলো খুবই সুন্দর।’
ফুটবল তারকাদের প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসা যেন আকাশছোঁয়া। মেসি না হলেও, তার মতো দেখতে একজন মানুষকে ঘিরে এমন উন্মাদনা স্পষ্ট জানিয়ে দেয়- মেসি, ডি মারিয়া আর তাদের মতো ফুটবলারদের প্রতি আর্জেন্টাইনদের হৃদয় কতটা গভীর ভালোবাসায় বাঁধা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.