যে কারণেই বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চিয়তার মুখে পড়েছেন লঙ্কান স্পিন বিভাগের অন্যতম এই ভরসা।
ইএসপিএন ক্রিকইনফোকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মেডিকেল কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা জানিয়েছেন, চিকিৎসা বিজ্ঞান মতে বিশ্বকাপে বেশির ভাগ সময় হাসারাঙ্গার ফিট থাকা অসম্ভব।
লিগ পর্বের শেষ দিকে হাসারাঙ্গাকে পাবার আশায় তাকে দলে রাখাতে পারেন নির্বাচকরা। কিন্তু চিকিৎসকের পরামর্শ মতে, এ ধরনের পদক্ষেপে ঝুঁকি বেশি থাকবে।
হাসারাঙ্গাকে নিয়ে চিন্তা থাকলেও, সুসংবাদ পাচ্ছে শ্রীলঙ্কা। ইনজুরি থেকে সুস্থ হওয়ার পথে পেসার দুসমন্থ চামিরা ও স্পিনার মহিশ থিকসানা। এ দুই বোলার বিশ্বকাপে দলে ভূমিকা রাখতে পারবেন আশা করা হচ্ছে।
পেক্টোরাল ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠে নেটে বোলিং শুরু করার পাশাপাশি কাজের পরিধি বাড়িয়েছেন চামিরা। বর্তমানে পুনর্বাসনে আছেন সর্বশেষ এশিয়া কাপে সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া থিকশানা।
ডি সিলভা আরও জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে যাচ্ছেন ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে না পারা দুই পেসার দিলশান মাদুশঙ্কা এবং লাহিরু কুমারা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.