বিশ্বকাপের জন্য নেইমার এখনো পুরোপুরি সুস্থ নন
বিটিসি নিউজ ডেস্ক: নেইমার জুনিয়র ব্রাজিলের হেক্সা জয়ের আশার নাম। কিন্তু বিশ্বকাপের আগে চোট তাঁকে প্রায় ছিটকে দিয়েছিল বিশ্বকাপ থেকে। নেইমার কিন্তু যথাসময়েই ট্রেনিংয়ে ফিরেছেন। ব্রাজিলের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন। কিন্তু ব্রাজিলিয়ান তারকার দাবি, এখনো তিনি পুরোপুরি সুস্থ নন।
ব্রাজিল দলের ট্রেনিং রিওতে পুরোদমে চলছে। ট্রেনিংয়ে মার্সেলো, কাসেমিরো আর ফিরমিনো বাদে সবাই আছেন। সেখানেই জানালেন, ‘আমি এখনো শতভাগ সুস্থ নই, আমার এখনো কিছু কিছু স্কিল মুভ করতে সমস্যা হয়। খেলতে কিছুটা অস্বস্তি হয়।’
নেইমার ফেব্রুয়ারি মাসে মার্শেইয়ের বিপক্ষে লিগ ম্যাচে চোটে পড়েন। পুনর্বাসন প্রক্রিয়ার বেশির ভাগ সময়টাই কাটিয়েছেন ব্রাজিলে। পরে ফ্রান্সে পিএসজিতেও কাটিয়ে এসেছেন কিছু সময়, ‘শারীরিকভাবে আমি সুস্থ আছি, আমার তেমন কোনো সমস্যা নেই। আমার পা-ও ভালো আছে। আমি স্কিল মুভ করা মানিয়ে নিতে চাইছি, ব্যথা তেমন কোনো বড় বিষয় নয়। আমি বিশ্বকাপ খেলব, বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়নি।’
আগামী তিন জুন ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। সেই ম্যাচে নেইমারের থাকার সম্ভাবনা জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লেসমার, ‘প্রথম সপ্তাহে নেইমার খুবই স্বাভাবিক ছিল, সে প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকবে।’#
Comments are closed, but trackbacks and pingbacks are open.