বিশিষ্ট সাংবাদিক, ছড়াকার, লেখক জহিরুল ইসলামের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দি ইলেক্টোরাল কমিটির ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স এর রিটার্নিং অফিসার ও পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স এর সম্পাদক ও উপদেষ্টা, বিশিষ্ট ছড়াকার, লেখক আজম জহিরুল ইসলাম (৬৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রোববার (১২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে গৌরীপুর উপজেলার গাভীশিমুল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২ টা ১৫ মিনিটে গাভীশিমুল ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
প্রবীণ সাংবাদিক আজম জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল,সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর নিউজ এর সম্পাদক মশিউর রহমান কাউসার,গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারসহ আরও অনেকেই। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে রোগে ভুগছিলেন।
উনার মৃত্যুতে সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.