দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধ চোরাও পথে ভারতে পালিয়ে যাবার সময় নারী শিশুসহ বিভিন্ন বয়সের ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপি’র খোপড়াগ্রাম ৩৩১ এর ৩ এস পিলার সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের বাহানু রায় এর ছেলে মানিক চন্দ্র রায় (৩৫), একই ইউনিয়নের গোপালপুর গ্রামের ফটিক চন্দ্র রায় এর ছেলে সাদিপ চন্দ্র রায় (২৫), সাদিপ চন্দ্র রায় এর স্ত্রী জয়ন্তী রাণী (২২) ও তার সন্তান রবিজিৎ (৪), ফটিক চন্দ্র রায় এর স্ত্রী সাদিকা রায় (৪৫), মঙ্গল সরেন এর ছেলে মিলন (২৮), মিলন চন্দ্র (৩৭) এর স্ত্রী পারভীন ও তার কণ্যা মিনাশ্রী মন্দিরা (১), ধামইড় ইউনিয়নের মালিপাড়া গ্রামের সুশিল চন্দ্র রায় এর ছেলে রুবেল চন্দ্র রায় (২০), কাহারোল উপজেলার পশ্চিম সাদিপুর গ্রামের কমল কুমার রায় এর ছেলে চিন্ময় চন্দ্র রায় (২৪) একই উপজেলার পাইকপাড়া গ্রামের অনিল চন্দ্র রায় এর ছেলে পার্থ চন্দ্র রায় (২৮), তরকন্দা গ্রামের শশি রায় এর ছেলে খোকন রায় (২৬), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষনপুর বালাপাড়া গ্রামের সরৎ চন্দ্র রায় এর ছেলে রতন চন্দ্র রায় (৩৭), রতন চন্দ্র রায় এর ছেলে কাজল রায় (২২) শিশু ভৈরব চন্দ্র (৫) ও মধাব চন্দ্র (১.৫)।
জানা যায়, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধ ভাবে কিশোরীগঞ্জ বিওপি’র খোপড়াগ্রাম ৩৩১ এর ৩ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন।
খবর পেয়ে কিশেরীগঞ্জ কম্পানীর কম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
৪২ বিজিবি এর অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম পিএসসি বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খোপড়া গ্রামে সীমান্ত পিলার ৩৩১/৩-এস নিকট বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন বয়সী ১৬ জনকে আটক করে বিরল থানায় হস্থান্তর করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.