বিটিসি বিনোদন ডেস্ক: বিগত বছরে বেশ ভালো কিছু কাজ করলেও শেষের দিকে মাদকের সঙ্গে নাম জড়িয়ে সমালোচিত হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সময়টা তার জন্য কঠিনই ছিলো বলা যায়।
তাইতো বছর শেষে সিজেএফবি অ্যাওয়ার্ডে সমালোচকদের রায়ে ‘বেস্ট অ্যাকট্রেস’ পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘এই পুরস্কারটি অন্ধকারের মাঝে ছোট্ট একটু আলোর মতো, যা আমার শিল্প ও পরিশ্রমকে অনুপ্রেরণা দিয়েছে। পারুল নাটকের সঙ্গে জড়িত সবার প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।’
অভিনেত্রী সাফা কবির ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে আলোচনায়ও ছিলেন। পুরোনো বছরের ধারাবাহিকতায় নতুন বছরটা নতুন প্রত্যয়ে শুরু করতে চান। গল্পপ্রধান কাজ করতে চান বেশি। শুধু তাই নয়, কাজ করতে চান সিনেমাতেও। এরপর নিজের বিয়ে নিয়েও জানালেন নতুন পরিকল্পনা। বললেন, ‘আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।’
সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক আগেই সিনেমায় আসার ইচ্ছে রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং পরিচালকের কল এখনো আসেনি। অপেক্ষায় আছি, যখন সবকিছুর একটা সঠিক টাইমিং হবে আর আমি বড় পর্দায় আসব।’
তিনি আরও বলেন, ‘দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হব। ২০২৫ সালে নিজের একটি ক্লথিং ব্র্যান্ড লঞ্চ করতে চাই।’
সাফা কবিরের কাছে কোনো ভালো গল্পের কাজ আসছে না বলে জানান তিনি। এর জন্য নতুন বছরে নিজের গল্পে ফোকাস দিতে চান। তার ভাষ্যে, আমার কাছে কোনো ভালো গল্পের কাজ আসছে না। এজন্য এ বছর চিন্তা আছে নিজের গল্পে ফোকাস দেওয়ার। আমি আগেও আমার নিজের গল্পে কাজ করেছি। আমার কাছে কিছু ভালো গল্প আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই। এর বাইরে যদি অন্য কারও ভালো গল্প পাই তাহলে সেটাও করব।
আলোক হাসানের পরিচালনায় শফিকুর রহমান শান্তুনুর চিত্রনাট্যে ‘পারুল’ নাটকের জন্য সাফা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এছাড়া তাকে গত বছর তাকে টিকিট (ওয়েব কনটেন্ট), সুপার ওয়াইফ, ফিদা, অনন্ত প্রেম, জাদুর শহর, ১০ বিঘা ফুল বাগান, ফিল মাই লাভ, লাভ বাজ, প্রথম প্রেম, একটু আধটু প্রেম নাটকগুলোতে পাওয়া গেছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.