বিমানবন্দরে ঢুকতে পারলেন না দিশা পাটানি

বিটিসি বিনোদন ডেস্ক: মুম্বাই বিমানবন্দরের প্রবেশপথে ভেতরে ঢুকতে বাধা। বাধ্য হয়ে ফিরেই যেতে হলো বলি অভিনেত্রী দিশা পাটানিকে। রবিবার সকালে পাপ্পারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে এমনই ছবি। ঠিক কী কারণে অভিনেত্রী বিমানবন্দরে ঢুকতে পারলেন না? জানা গেছে, বিমানবন্দরে নাকি পাসপোর্ট নিয়ে আসতে ভুলে গিয়েছিলেন দিশা।
বি-টাউনে ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবার নজরে থাকেন তিনি। এদিন দিশার পরনে ছিল সাদা রঙের লম্বা হাতার টি-শার্ট, নীল রঙের ব্যাগি ডেনিম জিনস। গাড়ি থেকে নেমে ছবি শিকারীদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বিমানবন্দরের দিকে এগিয়ে যান অভিনেত্রী। বিমানবন্দরে ঢুকতে না পারায় হাসি ম্লান হয়ে যায় দিশার।
ফিরে আসতে দেখে ছবি শিকারীরা তাকে প্রশ্ন করেন, “কী হয়েছে?” হাসিমুখে অভিনেত্রীর উত্তর, “কিছু না।” এরপর গাড়ি চড়ে বিমানবন্দর চত্বর ছেড়ে চলে যান। কোথায় যাচ্ছিলেন অভিনেত্রী তা অবশ্য জানা নেই।
গত মাসে মোনাকোতে যান অভিনেত্রী। সেখানে এফ ওয়ান গ্র্যান্ড পিক্স ২০২৫ অনুষ্ঠানে যোগ দেন। সেই সময় ব্যাকলেস টপের সঙ্গে ব্যাগি জিনস পরে দেখা যায় দিশাকে। চোখে মানানসই সানগ্লাস এবং হাতে ব্যাগ। সেবার অবশ্য ঠিকঠাক সময়ে বিমানবন্দরে ঢুকতে পারেন দিশা।
‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’-এর হাত ধরে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। ছবিতে একজন খুবই সাধারণ মেয়ের চরিত্রে দেখা যায় তাকে। এছাড়াও তামিল ছবি লোফার ও একটি হলিউডডের ছবিতে সোনু সুদের সঙ্গে দেখা গিয়েছিল দিশাকে। আপাতত অ্যাকশন কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির কাজে ব্যস্ত দিশা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.