চট্টগ্রাম ব্যুরো:বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) এর ডেন্টাল বিভাগের প্রশিক্ষনপ্রাপ্ত চিকিৎসকদের মাঝে টেলিমেডিসিন ইউজার সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল ১৪ জুন শুক্রবার সকাল দশটায় নগরের চান্দগাঁও থানা সংলগ্ন চান্দগাঁও ডেন্টাল কেয়ারে বিপিডিএ মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিপিডিএ কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক সমবায় সমিতির সভাপতি বিপিডিএ মো : জামাল উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের আহ্বায়ক, দৈনিক ভোরের আওয়াজের চট্টগ্রাম বিভাগীয় প্রধান স ম জিয়াউর রহমান।
এ সময় বক্তারা বলেন, দিন দিন চিকিৎসা ব্যবস্হার উন্নয়ন ও আধুনিকায়ন হচ্ছে। আধুনিক চিকিৎসা পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি টেলিমেডিসিন ইউজার চিকিৎসা।
তারা আরও বলেন, বিশ্ব এখন বিজ্ঞানের বদৌলতে বদলে গিয়েছে। বদলে যাওয়া বিশ্বের আধুনিক চিকিৎসা পদ্ধতি টেলিমেডিসিন ইউজার চিকিৎসা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.