চট্টগ্রাম ব্যুরো: বোয়ালখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ২০২৪ বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও সংগঠক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, যুগ্ন সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, বোয়ালখালী শিল্পী সংস্থার সভাপতি মোঃ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (কাওয়াল), সংগীতশিল্পী কমল বড়ুয়া, মোঃ জানে আলম, অর্পিতা ঘোষ, অদিতি দাশ প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.