বিদ্রোহীরা সোমবারের মধ্যে না সরলে কঠোর ব্যবস্থা: আ’লীগ

ঢাকা প্রতিনিধি: আজ শনিবার আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে এখনও যারা বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে রয়েছেন তাদের দুইদিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। এ সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে, নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত এ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নানক বলেন, ‘আওয়ামী লীগ বা মহাজোটের কোনও বিদ্রোহী প্রার্থী নেই। কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এটা দেড় ডজন নয় আরও অনেক কম।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাঠে এখনও নিজ দল আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে যারা রয়েছেন তাদের ১৭ ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়াতে হবে। সরে দাঁড়ানোর বিষয়টি জানাতে সংবাদ সম্মেলন করতে হবে। তাদের অবশ্যই আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর স্বপক্ষে ভোটের মাঠে কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুবা আমরা সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেব।’#

Comments are closed, but trackbacks and pingbacks are open.