বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে বিএফএ’র সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হোটেলে সাংবাদিকদের সামনে বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন।
দাবীগুলো হচ্ছে, ইউনিয়ন ভিত্তিক ৩জন করে সার ডিলার না করা, খুচরা সার বিক্রেতা বহাল রাখা, চাহিদা মোতাবেক সার বরাদ্দ দেয়া, ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি, সরকারের দেয়া ভর্তূকি মুল্যে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা, সারের উপর কোন ভাবেই ৫% উৎস কর নির্ধারণ না করাসহ আরও বিভিন্ন দাবী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা কৃষকের ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা হচ্ছে।
সংগঠনের নেতারা দাবি করেছেন, নতুন নীতিমালার ফলে প্রান্তিক কৃষকরা সহজে সার সংগ্রহ করতে পারবেন না এবং কৃষিকাজে ব্যাঘাত ঘটবে।
লিখিত বক্তব্যে বলা হয়, সরকার সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছানো সম্ভব হবে না বরং কৃষকদের জমি বা বাড়ি থেকে দ‚রে গিয়ে সার কিনতে হবে, যা তাদের জন্য সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য হবে।
তিনি আরও জানান, বর্তমানে খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকরা সহজে হাতের কাছে সার সংগ্রহ করতে পারছেন। কিন্তু নতুন নীতিমালায় ডিলার ছাড়া অন্য কোনো খুচরা বিক্রেতা রাখার সুযোগ থাকবে না। এতে বিশেষ করে প্রান্তিক চাষীরা বিপাকে পড়বেন।
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ে বিএফএ নেতৃবৃন্দের মতামত গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়াও সংবাদ সম্মেলনে মনোনীত প্রতিনিধির মাধ্যমে সার উত্তোলনের সুযোগ দেওয়া, সার বিক্রিতে উৎস কর বাতিল করা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবি জানানো হয়।
তিনি বলেন, সরকার আমাদের সঙ্গে আলোচনা না করে, হঠাৎ করে নীতিমালা পরিবর্তন করলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে।
সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘ ৩০ বছর যাবৎ বিসিআইসি সার ডিলারগণ সুনামের সহিত কৃষক পর্যায়ে সার ব্যবসা পরিচালনা করে আসছে। কোটি কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ও নিরবিচ্ছিন্ন সেবা দানের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদন বলিষ্ঠ ভূমিকা রাখছে। এ কথা অনিবার্য যে, এ ব্যাপারে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তদারকি বলিষ্ঠ ভূমিকা রাখছে। হঠাৎ করে কি এমন হলো যে, ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ দিতে হবে। আমরা সরকারের এ জাতীয় সিদ্ধান্তের পূণর্বিবেচনার আবেদন করছি।
পরিশেষে আমরা বলতে চাই আমরা বিসিআইসি ও বিএডিসি কোন বিভাজনে না যেয়ে সরকারের নীতিমালার আলোকে সুষ্ঠ সার সরবরাহ এর মাধ্যমে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে সার বিতরণের প্রক্রিয়া কার্যকর হউক। এক্ষেত্রে আমরা মনে করি সার ডিলার নীতিমালা-২০০৯ এর আলোকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ এ প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি কাজী মোঃ সেতাউর রহমান, সহ সভাপতি দানিউল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক বিশ্বাস, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ জেলা ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.