ঢাকা প্রতিনিধি: বিদেশে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডার (অপপ্রচার) বিরুদ্ধে সোচ্চার হতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানfন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত সদস্যরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমাকে পলিটিক্যালি ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা।
বাংলাদেশকে সব দিক থেকে গড়ে তুলতে চান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটাও ঠিক যে শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতিটা ত্বরান্বিত হয় না। এটাও বাস্তবতা। সেজন্য একদিকে আমরা কৃষিকে গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.