বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জিতু মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ যাত্রী।
মঙ্গলবার (১৪ মে) সকালে শেখ হাসিনা সড়কে উপজেলার দত্তখোলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিতু পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার পলন মিয়ার ছেলে।
ঘটনার বর্ণনা দিয়ে জিতুর বাবা পলন মিয়া বলেন, ‘সকালে ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য সিএনজিতে করে রওনা করি। সিএনজিতে আরও যাত্রী ছিলেন। পরে অটোরিকশাটি দত্তখোলা নামক স্থানে পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিতুসহ সবাই আহত হন।’
পলন মিয়া আরও বলেন, ‘পরে আমার ছেলে জিতুকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.