বিকেলে বেগম জিয়ার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা

 

ঢাকা প্রতিনিধি: আজ সোমবার কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা। বিকেল ৩টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির তিন সদস্য।

স্থায়ী কমিটির অন্য তিন সদস্য হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

সূত্র জানায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল রোববার রাতে স্থায়ী কমিটির বৈঠকে দল, ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মতামত এবং সিদ্ধান্তের একটি সারসংক্ষেপ তৈরি করা হয়। এ সারসংক্ষেপ আজ কারাবন্দি খালেদা জিয়াকে অবহিত করবেন নীতিনির্ধারকরা।

মহাসচিবসহ চারজন সাক্ষাতের অনুমতির কথা জানানো হলে রোববার রাতে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সেখানেই নীতিনির্ধারকরা ঠিক করেন মহাসচিবসহ চারজন স্থায়ী কমিটির সদস্য সাক্ষাৎ করতে যাবেন।

এদিকে দলের সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.