প্রেস বিজ্ঞপ্তি: ১ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট-২০২৪ এ বিকেএসপি লালদল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিকেলে বিকেএসপির জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খেলাায় বিকেএসপি লালদল ৩-০ (২৫-১৩, ২৫-২১ ও ২৭-২৫) সেটে নেপালের রুরাল মিউনিসিপ্যালিটি ভলিবলদলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপদলের হাতে পুরস্কার তুলেদেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি।
উল্লেখ্য, ৬ দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিকেএসপির ২টি দল ছাড়াও মালদ্বীপের পুলিশ ক্লাব ও নেপালের রুরাল মিউনিসিপ্যালিটি ভলিবল দল অংশ গ্রহণ করে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.