বিএমডিএর সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ বিষয়ক আলোচনা

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের (Stakeholders) অংশগ্রহণ বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে, কৃষক পর্যায়ে উন্নত বীজ উৎপাদন প্রকল্পের আওতায় বিএমডি এর প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে। তিনি সব সময় চেয়েছিলেন সুশাসন প্রতিষ্ঠা করতে এই জন্য তিনি সব সময় কৃষকদের পক্ষে কথা বলতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীরভাবে বিশ্বাস করতেন, কৃষির উন্নতি ছাড়া এ দেশের মানুষের মুক্তি আসতে পারে না। কৃষকরাই এ দেশের প্রাণ।
তাই তিনি সবসময় বলতেন, ‘আমাদের চাষীরা হলেন সবচেয়ে দুঃখী ও নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই তিনি সর্বদা কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিতেন।
তারই ধারাবাহিকতা তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাবার দেখানো পথে ধরে হেটে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই। ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হল কৃষি।
টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই। তাই আমাদের সকলকে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিটা জায়গায় সুশাসন নিশ্চিত করেতে পারলে কাজের গতি বাড়বে এমন কি সঠিক ভাবে সঠিক সময় সকল কাজ সম্পন্ন করা যাবে। কৃষক ভাইরা সব সময় নিস্বার্থভাবে দেশের জন্য কাজ করে চলেছে তাই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা সব সময় কৃষকের সাথে ছিল এবং ভবিষ্যৎএ থাকবে।
বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো শামসুল হোদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, উন্নত বীজ উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক এ,টি,এম, রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। ধান বীজ উৎপাদন, সংগ্রহ ও প্রক্রিয়াজাত সংক্রান্ত কৃষক প্রশিক্ষণ মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ আলোচনা সভায় রাজশাহীসহ ৯টি উপজেলা জোনের কৃষক, ডিপ অপারেটর ও ভেন্ডিং মেশিন ডিলার গন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.