নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমুলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও জানান, স্বতন্ত্র পদে নির্বাচনে করতে হলে বতর্মানে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে।
সভায় বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিজয় বিপ্লব তালুকদার, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আনিসুর রহমানসহ রাজশাহী, নওগাঁ, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তাসহ পুলিশ, বিজিবি, আনসার ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সুজন হোসেন, রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.