বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কিটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি মিনালের

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল চালক মিনাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মিনাল হোসেন (৩০) দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে। সে মিমপেক্স (কিটনাশক) কোম্পানীর বিক্রয় প্রতিনিধি। মিনালের সুমাইয়া নামে ৩ বছরের একটি মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার সকালে কার্পাসডাঙ্গা মুচির বটতলার দিকে মোটরসাইকেল (১০০ সিসি হিরো হোন্ডার নাম্বার বিহীন) যাচ্ছিলেন মিনাল হোসেন। কবরস্থান মোড়ে পৌঁছালে শহীদ বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটি বালি বোঝাই একটি ট্রাক্টর পিছন থেকে মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় উপর পড়ে ঘটনাস্হলেই তার মূত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানান। পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করে নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরে মিনালের লাশ পরিবারের নিকট বুঝিয়ে দেন। এদিকে ট্রাক্টর মালিকের লোকজন এলাকায় প্রভাবশালী হওয়ায় একটি রফাদফা চলছে।
দামুড়হুদা মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফেরদৌস ওয়াহিদ বিটিসি নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক  যুবকের মৃত্যু হয়েছে। চালক পলাতক থাকলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.