নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বাবার চালিত ট্রলির চাপায় মুরসালিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুরসালিন(৩) উপজেলার একই গ্রামের পিন্টুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষ করে রাতে বাবা পিন্টু ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ছেলে মুরসালিন শব্দ শুনে উচ্ছ্বসিত হয়ে দৌড়ে ঘর থেকে বাইরে আসে।
এতে অসাবধানতাবশত শিশু মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এসময় পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.