বাবাকে মারধর করার প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে হত্যা

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বাবা সোহরাব মৃধাকে মারধর করে প্রতিপক্ষের আল-আমিন গাজী, জাকারিয়া, ঘটনার প্রধান হোতা মহসিন সর্দার ও তার দুই ছেলে রাকিব এবং সাবু। এ ঘটনা শুনে বাদশা বাবাকে মারধরের প্রতিবাদ করলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিটিসি নিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.