বাবাকে মারধর করার প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি: আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামে বাবাকে মারধরের প্রতিবাদ করায় শামীম ইমতিয়াজ বাদশা নামের এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত বাদশা ওই এলাকার বাসিন্দা সোহরাব মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বাবা সোহরাব মৃধাকে মারধর করে প্রতিপক্ষের আল-আমিন গাজী, জাকারিয়া, ঘটনার প্রধান হোতা মহসিন সর্দার ও তার দুই ছেলে রাকিব এবং সাবু। এ ঘটনা শুনে বাদশা বাবাকে মারধরের প্রতিবাদ করলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিটিসি নিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.