হবিগঞ্জপ্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বরউরি ইউনিয়নে রাজাপুর গ্রামে রাজিয়া খাতুন(৫৫) নিজ বাড়ির পিছনে মাটি বরাট করছিলেন। কিছু মাটি পার্শ্ববর্তী আফসার উদ্দিন সীমানা পড়ে গিয়েছিল।
আফসার উদ্দিন সীমানায় মাটি পড়লো কেন জিজ্ঞাসা করলে রাজিয়া বেগমের সাথে কথা কাটাকাটি হলে রাজিয়া বেগমে বাড়ির সীমানা পিলার আছে বলার পর ও আফসার উদ্দিন চাচতো ভাই মহিউদ্দিন, সামেলা বেগম,মনর উদ্দিন, জাহাঙ্গীর গনগ্ং পূর্ব শত্রুতা জের ধরে রাজিয়া বেগম ও পরিবারের উপর হামলা করে।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনাটি ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন: বানিয়াচং উপজেলার রাজাপুর গ্রামের নুরুল আমীনের স্ত্রী রাজিয়া খাতুন (৫৫),আব্দুল মছব্বির পুত্র সিরাজুল ইসলাম (৩৫),নুরুল আমীনের পুত্র সোহান মিয়া (১৮),সোহাগ মিয়া (১১)।
এ সময় রাজিয়া খাতুন কে বাচাতে তাঁর পরিবারের লোকজন এগিয়ে আসলে তার উপরও এলোপাতাড়ি হামলা চালায় প্রতিপক্ষ প্রভাবশালী মহিউদ্দিন ও গন্যরা হামলায় রাজিয়া খাতুনসহ ০৫ জন গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা অবস্থানরত চিকিৎসক ২জনকে গুরুতর অবস্থা দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে রাজিয়া বেগম, সিরাজুল হক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভতি আছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.