বাধার প্রাচীর হয়ে আলিসনের ‘জীবনের সেরা পারফরম্যান্স’

বিটিসি স্পোর্টস ডেস্ক: ‘প্রতিপক্ষের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে গোলকিপার’, কত ম্যাচে কতবারই তো এই কথা লেখা বা বলা হয়েছে। কিন্তু আলিসন বেকার যেমন দেখালেন, তাতে এই বিশেষণকেও এখন হয়তো ভাবতে হবে নতুন করে।
পিএসজির প্রবল আক্রমণের স্রোতও বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি তার প্রতিরোধে। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার নিজেও বলছেন, গোটা ক্যারিয়ারে এর চেয়ে ভালো পারফরম্যান্স আগে আর দেখাতে পারেননি তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচটিতে বুধবার পিএসজির আগ্রাসী ফুটবলের সামনে লিভারপুল ছিল বিপর্যস্ত। কিন্তু একের পর এক আক্রমণ করেও গোল করতে পারেনি ফরাসি দলটি। কিছু কৃতিত্ব প্রাপ্য লিভারপুলের রক্ষণভাগের। বড় কৃতিত্ব আলিসনের।
গোটা ম্যাচে গোলে ২৭টি শট নিয়েছে পিএসজি। এর ১০টি ছিল লক্ষ্যে। তার পরও একটি গোলও করতে পারেনি পিএসজি। ম্যাচজুড়ে শুধু আক্রমণ ঠেকিয়ে যাওয়া লিভারপুল উল্টো ৮৭তম মিনিটে বদলি নামা হার্ভি ইলিয়টের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
গোটা ম্যাচে আলিসন সেভ করেছেন ৯টি। গোল হজম না করা ম্যাচে চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ সেভ করার কীর্তি এটি।
প্রায় ১২ বছরের পেশাদার ক্যারিয়ারে চারশর মতো ম্যাচ খেলেছেন আলিসন। অনেকবারই দলের ত্রাতা হয়েছেন। অনেক দিন ধরেই তিনি বিশ্বের সেরা গোলকিপারদের একজন। কিন্তু এই ম্যাচ তার নিজের মানদণ্ডেও ভিন্ন উচ্চতায়।
ম্যাচের পর তাকে জিজ্ঞেস করা হয়, এই মৌসুমে তার সেরা পারফরম্যান্স এটিই কি না। ৩২ বছর বয়সী গোলকিপার সীমানা বাড়িয়ে দিলেন ক্যারিয়ারজুড়ে।
“হ্যাঁ… আমার তো মনে হয়, সম্ভবত আমার জীবনেরই সেরা (পারফরম্যান্স)…। ম্যানেজার আমাদেরকে আগেই বলেছিলেন, পিএসজির বিপক্ষে কাজটা কতটা কঠিন হবে, বল পায়ে তারা কতটা ভালো এবং ভোগান্তির জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। প্রতিপক্ষের ভিডিও ক্লিপ দেখেই বোঝা যায়, কী অপেক্ষায় আছে, যখন এতটা মানসম্পন্ন দল তারা। তবে আমরাও কঠোর পরিশ্রম করেছি।”
নিজের এমন পারফরম্যান্সের সঙ্গে শেষ সময়ে দলের জয় রাতটাকে আরও স্মরণীয় করে তুলেছে আলিসনের জন্য।
“সবটুকু দিয়ে চেষ্টা করেছে আমাদের দল এবং শেষ পর্যন্ত হার্ভি (ইলিয়ট) মাঠে নেমে যেভাবে গোল করল, অবিশ্বাস্য ছিল এটি। আমাদের জন্য দুর্দান্ত গল্প, দারুণ রাত।”
আলিসনই যে বিশ্বের সেরা গোলকিপার, এটা নিয়ে কোনো সংশয়ই লিভারপুল কোচ আর্না স্লটের। এই ম্যাচ থেকে একটি পয়েন্ট পাওয়াই তার দলের জন্য হতো বড় কিছু। সেখানে জয় পেয়ে কোচ উচ্ছ্বসিত।
“আমার মনে হয় না, এই মানের আর কোনো গোলকিপারের সঙ্গে আমি কাজ করেছি। এটাই অবশ্য স্বাভাবিক, কারণ সে বিশ্বের সেরা গোলকিপার। ম্যানেজার হিসেবে অনেক ভালো ফুটবলারের সঙ্গে কাজ করেছি। কিন্তু বিশ্বের সেরা গোলকিপার কখনও আমার দলে ছিল না আগে। কিন্তু সে সেরা। আজকে সেটিই দেখিয়েছে।”
“আজকের ম্যাচে জয় পাওয়াটা সম্ভবত আমাদের প্রাপ্যর চেয়ে একটু বেশিই। তার কারণেই সেটা সম্ভব হয়েছে।”
বদলি হিসেবে মাঠে নামার পর এক মিনিট হওয়ার আগেই গোল করে লিভারপুলকে জেতানো হার্ভি ইলিয়টও বললেন, ম্যাচের আসল নায়ক আলিসন।
“আমাদের রক্ষণভাগ ও তার (আলিসন) কারণে আমরা জিতেছি। সে না থাকলে কী হতো, জানি না…। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.